জীবন প্রবাহ
মোঃ রায়হান কাজী
----------------------------
জীবন নামক যুদ্ধক্ষেত্রের পরিধিতে,
জড়িয়েছে জন্মসূত্রের ভাসমান বালুচরে।
পিতামাতার উচ্চমর্ম থেকে শৈশবদ্বার,
ক্রমশ নিম্নাভিমুখী পাথুরে পথঘাট।


কৈশোরের নুড়িপাথরগুলো সঙ্গে নিয়ে,
আয়তন বাড়ছে দিন অভিসারে একান্ত নির্জনে।
এ কোন জলধারা তরঙ্গ সঞ্চার করে লঙ্ঘন,
যাচ্ছে না আটকানো কোনো মতে পরিক্রমা।

নদীর চলার সাথে আচরণ বিধি চোখে পড়ে,
বেলে-এঁটেল-দোআঁশ মাটির ভূমি ক্ষয়ে যায়।
বৃহৎ ক্ষুদ্র বয়ে চলা স্রোতস্বিনী নদীর মাঝে,
গতিপ্রকৃতি পরিবর্তন করে চর জাগে মোহনাতে।


তারে বলেছিলাম এতো তাড়াতাড়ি চলো না হে,
ধীর গতিতে বয়ে যাও নীলাভ সন্ধিক্ষণে ।
পথ চলতে পড়বে সবুজ গাছপালা আর অরণ্য,
তাদের সাথে জড়িয়ে আছে পক্ষিকূলের আবাস্থল।


নদীর ধর্মতো অবিরাম ছুটে চলা গন্তব্যে দিক,
প্রবাহমান তার স্রোতের টানে কত ঘরবাড়ি ভাঙ্গে।
তেমন কোনো তার আক্ষেপ নেই ভেঙ্গে যাওয়াতে,
মানব পুড়ে আহ্লাদের টানে ভিটামাটি ছেড়ে।