জীবন সঙ্গি
জুনায়েদ খান প্রান্ত
__________________


আঁখি জোড়া মোর নিষ্পাপ চাহনি মেলে,
দেখনা আছে আজও তোমার রুপে ঝলসাতে।
তৃপ্ত আমি ভুবনসংসারের এই পথে চলতে গিয়ে,
তোমার মতো এমন ভালোবাসার মানুষ পেয়ে।


তোমাতেই মন বিভোর থাকে রাত্রি-দুপুর কালে,
তোমাকেই নিয়ে স্বপ্ন আঁকিবুঁকি করি বুকের মাঝে।
কাক ভেজা ভোরে যখন সূর্য হাসে আলো দিয়ে,
আমি যেন তোকে আগলে রাখি দূরপ্রান্তে বসে৷


তবে মাঝে মাঝে খুনসুটি জমে তোমাকে ঘিরে,
অভিমান জমে বুকের বা পাশে হৃৎপিন্ড জুড়ে।
তুমি আমার জীবন সঙ্গি তা রাখি গোপনে,
সারাজীবন কাটাবো একসঙ্গে এই সংকল্প নিয়ে৷


তবুও বিরহ জমে সাদার আকাশে কালো হয়ে,
বৃষ্টি পড়ে  আলো ঝলমল করে ওঠে নীলের বুকে।
পাখিরা উড়ে বেড়ায় ডানায় ঝাপটিয়ে,
ভালো লাগে অমৃতময় গান গাইতে তোমাকে নিয়ে।