জীবনতরী ঘূর্ণির মাঝে
জুনায়েদ খান প্রান্ত
_____________________


লোকমাঝে আঁখি তুলে খুঁজেছি তোমায় চারিধারে,
ভাসাইয়া জীবনতরী ঘূর্ণি ওঠা  উতালপাতাল ঝড়ে।
তরঙ্গ সঞ্চার করে লঙ্ঘন করিতে পারছিনা যে তোমাকে,
এরি মধ্যেখানে তোমাকেই জলছবি আঁকি স্বপ্নলোকে।


সহস্র সংলাপ বহুপাক্ষিকতার আবেদনের পরিপ্রেক্ষিতে,
উঁকিঝুকি মারি তোমার পাড়াতে রক্ষক হিসেবে।
তবুও তোমায় দেখা মেলা দুষ্কর বারান্দাতে,
একি পথে ঘুরেফিরে চলে যায় বহুদিন ধরে।


রাত্রি আধারে তোমাকে নিয়ে মগ্ন থাকি নিশাচরে ভেসে,
প্রকান্ড ঝড়ের অন্তরালে আমি শুধু খুঁজি জীবনের মানে।
কী খুঁজিতে চাই, তা জানিনা আবার ভুলে যাই?
তবুও তোমায় চাই মন থেকে খুব করে।


যারা করেছিলো ভিড় নীল আকাশের নীচে,
তুমি কী আমায় সঙ্গ দিবে তাদের মতো করে?
সুদূর নীহারিকায় যারা খুঁজেছিলো নীড়,
তুমি কী তাদের মতো করে সত্য হবে এই পথে?