খোরাক চাই অন্তরে
জুনায়েদ খান প্রান্ত
----------------------
অজানাকে করিলে আপন  
অন্তরে দিলানা ঠাঁই সহৃদয়ে।
পুরনো স্মৃতি ছেড়ে যায় কভু,
নতুনত্বের খোরাক চাই অন্তরে।
দূরকে করিবে যদি নিকট বন্ধু,
পরকে তাহলে করবে কী?
ভেবে চিন্তে উপায় না পায় ।


নূতনত্বের স্বাদ পেতে গিয়ে,
পুরাতনের সে কথা যে ভুলে যাই।
কত অজানা চোখের সামনে,
তাহা দেখিতে নাহি পাই জগৎ জুড়ে।
চির জনমের পরিচিত তবে,
নিখিল ধরনীর অন্তরালের চারদেয়ালে।
তোমাকে না জানলো কেউ অতঃপর,
নাই কোনো বাঁধা, নাই কোনো ভয়।


সবাই একসাথে স্বার্থপরতা দেখিয়ে,
যখন যেখানে লবে তোমাকে চিনবে সবে।
সর্বদা তুমি জাগিতেছ যেন ভিন্ন সুরে অন্যথায়,
রুপান্তরের ছেঁড়া জালের বিস্তার ঘটিয়ে।
তবুও কেন এতো পরিধি ক্রমশ বাড়ছে?
অর্থহীনতার জয়ধ্বনী সরবে উঠছে।
তা জানা নেই, বাতাস বহে মৃদুস্বরে।
আমার সুরগুলো উঠছে ভেসে অর্ধপূণ হারে,
কেন আমি পারিনা সমীকরণ মিলাতে?