কুষ্মাণ্ডে মনের অভিমান
জুনায়েদ খান প্রান্ত
______________________


মনের গহীনে জমেছে বড্ড অভিমান,
শূন্যতায় ভরিয়ে দেয় তাইতো পুষ্প বিমান।
নভশ্চর বলে আমার মনের বিশ্বাস,
আকাশ প্রাণে সঞ্চিত রেখে তোমার আশ্বাস।


সঁপিয়া তোমার বাহুডোরে আমার নিঃশ্বাস,
রাখিও সযত্নে মনের গহীন করিডোরে সজ্জায়।
কত বর্ণ কত গন্ধ সৃষ্টি যে বিধাতার,
আপন অন্তরে স্বপনদুয়ার খুলিয়া পুষ্পভার।
বুনিয়াছি উপমাসূত্রে তোমারই সৌন্দর্যের সঞ্চার৷


লজ্জায় আজ হাসিমুখ খানা ঢাকিয়া রাখি,
সজ্জার মাঝে আবরণ খুঁজি প্রদীপ্ত বাসনায়।
চরণ রাঙাতে পথের প্রয়োজন কীট দেয় প্রাণ,
গোপন করিয়া টলমল দুর্লভ সুযোগে সরোবর।
হানিয়াছি নূতন মহিমা গন্ধ ভূষণ কতনা,
জলছবি আঁকিয়াছি  কল্পনায় হৃদয় মসজিদে।


কুষ্মাণ্ডের মনে মেঘেদের আনাগোনা বাড়ে,
কুটুম্বিতাডোরে বেঁধেছি তারে আমার অন্তরে।
বুঝিবে জ্যোতির্ময় আলোক ধারার মাঝে স্মৃতি,
খুঁজিবে তুুমি ঠিকই দখিনা বাতাসের সমীকরণে।
উদাসিয়া ফিরিয়া আমায় লও না ওগো,
দেশান্তরীর সন্ধানে নিঃশ্বাসিয়া উঠিয়া।
মাধুরী ফুটিয়াছে হৃদয়ের কিনারায় উপবনে তোমায় সরণ করিয়া৷