কল্যাণের পথে
জুনায়েদ খান প্রান্ত
-------------------
হিংসা বিভেদকে পিছনে পেলে,
শপথ হোক আজ সকলের কল্যাণ নিয়ে।
যেখানে চলবেনা কোনো অনাচার।
হাসবে মানুষ মনের আনন্দে।
দূরের কোনো পথের পাশে,
কাশফুল ফোটে থাকে।
বিরহ মোচন করে মৌনের আধারকে।
পুষ্পের গন্ধে দূর করে,
সকল অনাচার,ধ্বংস।
যেখানে দেখা যায়,
সাতরঙা রামধনু,
বিরাজ করে পরিবেশ জুড়ে।
ভাসতে চাই অনুভবে থাকা,
লাল,নীল,সবুজ, হলুদ রঙের সাথে।  
মাখাবো তা খুশির আনন্দে,
সবাই একাকার হয়ে।
পিঞ্জর আজ খুলে দিব,
দক্ষিণা বাতাসের সাথে।
ভেলাগুলো যেন ভাসে,
হাঁসেদের সাথে প্রাণ খুলে।
আজ বাসাবো সত্যর নিশানা,
সমৃদ্ধি সর্বত্র সকলের কল্যাণে।
উন্মোচন হোক আজ সকল কিছু,
মিথ্যার আবকাশ দূরে ঠেলে।
সামনে এগিয়ে যাবো,
শপথ করি সবাই একসাথে।