মাতৃবন্দনা
মোঃ রায়হান কাজী
-----------------------------
নতুন দিগন্তে কল্যাণদায়িনীরূপে,
মাতৃবন্দনা জাগ্রত হয় শিশুপ্রাণে।
নব আনন্দে রসস্রোতে পূর্ণ করি
স্নেহময় তৃষ্ণা ভালোবাসা দিয়ে ।


কত তৃষ্ণা আশা আছে দেখনা প্রাণে,
কত রসে আকর্ষণ করছে দেখ সুখে দুখে?
হৃদয় ভূমির খোঁজে মায়াবন্ধন জুড়ে,
দুর্লভ জীবনে শূণ্যস্থানে ধূলোবালি জমে।


জনমে জনমে মাতৃ বন্ধন নষ্ট হয়,
ছিন্ন করিতে কেন চাস মুক্তিভ্রমে!
প্রাণে মনে রৌদ্র দীপ্ত কিরণে
নিয়ে যাবো নব আস্বাদে আশ্রমে।


হোকনা উল্লাস  বর্ণগন্ধগীতময়
মাতৃস্নেহে সুখতৃষ্ণা সবার দ্বারপ্রান্তে।
শিশু তুমি বিপুল ভুবনের কর্ণদ্বার,
কেন রবে ঘুমিয়ে অন্ধকার কোণে?