মায়াবী ছলনা
জুনায়েদ খান প্রান্ত
-----------------------------
চেনা-অচেনা ধরার মাঝে প্রকৃতির সজ্জা,
প্রতিনিয়ত লীলার ছলনা খেলে মানবরুপ।
বাহিরে থাকে হাসির রেখা ঠোঁটের প্রাঙ্গণে,
ভিতরে হৃদয় ভাঙ্গে অশ্রুপাত হয় মন নদীর তীরে।


এদিক ওদিক থেকে দিগন্তের কিনারা ঘিরে,
সহজে কিছুই জুটে না এ পথে চলতে গেলে।
যে পথে পথিক চলতে, চায় তা এতো সোজা না।
সে পথে তুমি পাবে খুঁজে মায়াবী কতশত ছলনা?


কত কথা আছে পিঞ্জরের মাঝে সীমাবদ্ধ,
বলতে গিয়েও হয়ে ওঠেনি কখনো বলা।
সবার মাঝে মিলতে গিয়ে সমাজে তুমি বিমুখ তাই,
বুঝে-ও তাই না-বুঝবার ভানধরি এসব সবি ছলনা৷


দশের মাঝে একক আকাঙ্খার দেখা মিলে,
প্রতিপত্তি বিস্তারের অধিকার চায় অনেকে নিতে।
বিরূপ তুুমি কিরূপ বলো ভিক্ষাঝুলিভাসিয়ে আজ,
ছলনার এই মায়াজালে নিজের সত্তাকে কেন বিকিয়ে নাও?


পূর্ণ হয়েও অপূর্ণ রয়ে গেছে তৃপ্তি আহার অন্তরের,
হেলার কালে খেলার ছলে ছলনা বুঝি ফুরালো না কাল।