না আসে বঞ্চনা
জুনায়েদ খান প্রান্ত
__________________
আসে যতো বিপদ আর বঞ্চনা এ দেহে,
ভয় না করি সাহসিকতার সাথে পথচলি।
কেউ নাই বা দিল সান্ত্বনা তাতে কী?
খারাপ সময়কে যেন করিতে পারি জয়,
এই আমার একান্ত  প্রার্থনা।


সহায় লোকজন না জুটে এইক্ষণে,
নিজের সংকল্প সঞ্চারিত করে লভিলে বঞ্চনা।
আত্মাবিশ্বাস যেন কখনো না টুটে,
নিজের দোষে নাহি হয় ক্ষয় সশরীরে।
নিজের মানে না যেন দেয় দাগ কালো অক্ষরে,
অন্যকে তুমি করিবে দান খোলা হাতে,
সর্বদা এই নয় আমার প্রার্থনা প্রভুর কাছে।


তরিতে যেন তবু বেঁচেরয় আশার বানী,
তুমি কখনো নাহি মেনে নেবে বঞ্চনা।
এই মননশীল চিন্তাদ্বারা নিয়ে করি ঘাটাঘাটি,
নাহি বা কখনো দিলে সান্ত্বনা এই প্রান্তরে।
বহে যেন নদী এমনি করে স্রোতস্বিনী,
নম্র কাননে নিখিল ধারায় সুখের দিনে।
হাসি উল্লাসের মাঝে লইবো চিনে,
বৈচিত্র্যময় প্রকৃতির অপরুপ মুখখানা।
কখনো যদি আবার আসে বঞ্চনা,
নাহি যেন আসে মনে কোনো সংশয়।
এই আমার একান্ত প্রার্থনা তোমার তরে।