নিছক অবজ্ঞা
মোঃ রায়হান কাজী
----------------------
ভাসিয়া জীবনতরী জপিছে নামখানি,
নিস্ফল হয়েছে নয়ন জোড়া অসৎ কাজকর্ম দেখে।
লোক সম্মুখে বহির্মুখে পারিনি তো চাইতে,
মিথ্যা রোষানলে অনেকে পুড়ে অপবাদের আগুনে।
তরঙ্গ সঞ্চার করি মনের আনাচকানাচে,
ছড়িয়ে দেয় নিছক অবজ্ঞা মানবের তরে।
অবহেলার ভেড়াজালে আটকিয়ে দিবো তাকে,
এই মনোভাব ব্যক্ত হচ্ছে দিকবিদিকশুন্য পথে।


প্রবাহমান এই সংসারে সূক্ষ্ম রেশমের জালে,
মগ্ন থাকি সকাল,দুপুর মধুর তিমির বাসরে।
সহস্র সংলাপ বহুপাক্ষিকতার পথ চেয়ে,  
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার কাজকর্ম চলে।
লক্ষ্মণের আগমন যেন না শুকায় মাঝ নদীতে,
কেনই বা লুকিয়ে থাকবে মনুষ্যত্ব আড়ালে।
প্রকান্ড জগতের মাঝে জীবনী স্মতিতে কর্ম,
মুদ্রিত পাতা কেন কাঁদছে অন্ধ আঁখি মেলে?


চিন্তিত কাননে বলে কত কী খরস্রোতা নদীতে?
রক্তছবি দিনান্তের ক্লান্ত রবি উঠলো যে গগনে।
কুমান্ডের অভিসারে দীর্ঘ পথ চলাতে বহুরূপী,
মনের গহীনে জমছে ধূলা নিরবে নিভৃতে আচারবিধি দেখে।