নববর্ষের শুভাগমন
মোঃ রায়হান কাজী
-------------------------------
নববর্ষের শুভাগমনে মন আনন্দে ভরে,
এসোনা আলিঙ্গন করি তোমায় ছন্দ বন্ধনে।
ঘুড়ি কাটাকাটির আর মজার খেলা খেলে,
নতুন বছরকে বরণ করি লোকসংগীতের সাথে।


অপরূপা বসুন্ধরার সাজসজ্জা দেখে,
হৃদয়ে আমার সুখের শিহরণ জাগে।
জীর্ণতা দূরে ঠেলে মুক্ত প্রাঙ্গণে গিয়ে,
অরুণ আলোয় পুলকিত হয় নতুনত্বের সাথে।


বৈশাখে তুমি দিলে ধরা উৎসবের আমেজে,
আম কাঁঠালের গন্ধ ভাসে হাওয়ার সাথে।
বিত্তবানের চিত্র হয়ে নানা আয়োজন চোখে পড়ে,
পান্তা ইলিশ সিদল শুঁটকি ভর্তার বাহারি সাঁজে।


রঙবেরঙে শাড়ী আর পাঞ্জাবি পড়ে,
শিশু কিশোর যুবতীরা মেলার দিকে ছুটে।
সকল বিভেদ বিতন্ডা ভুলবো সবাই
আনন্দগণ এই মুহূর্তে এসে এক হয়ে।


অকুল নদীর স্রোতের টানে গাঁ ভাসিয়ে,
যাচ্ছে কেঁটে দিনগুলো আঙ্গুলের ফাঁকে।
হারিয়ে যাওয়া বৈশাখ আসবে না ফিরে,
মনের কোণে থাকবে কী স্মৃতি স্মারক হয়?