অসময়ের নিস্তব্ধতা
জুনায়েদ খান প্রান্ত
--------------------------
বাংলাদেশের আকাশ জুড়ে,
মানবের মনে দুঃখের মাতন বাজে।
এই বুঝি গ্রাস করবে দেহ,
আত্মাকে চিনিয়ে নিবে অনেক দূরে।


হঠাৎ জন্ম নিয়েছিল সবাই অচেতনের ভেসে,
রুদ্ধস্বরের কোলাহলের মাঝে উচ্ছ্বাসে৷
দমকা হাওয়াতে সকল কিছু পেছনে ফেলে,
নিস্তব্ধতা ভরিয়ে দেয় পরিবেশের মাঝে।


আকালের ঝড়ে মানবের প্রাণ উড়ে,
ভিড় জমে কবর আর শ্মশান ঘাটে।
নিথর দেহখানা মাটিতে লুকায় সাবধানে,
যদি ঘটে উপশম দেহ থেকে।


সোনালী দিনগুলো পেছনে ফেলে,
ধূসর দিনগুলো আগুনে ঝলসায় চোখের সামনে।
রক্তে রঙিন দান জ্বলছে দ্বিগুণ হারে,
মৃত্যুর সংখ্যা বাড়ছে সরবে এই পথে এসে।