অভাব থাকে বাষ্পে
মোঃ রায়হান কাজী
-------------------
কখনোই-বা যদি না আসো আর,
ফুটন্ত গোলাপের মতো নাই-বা ফুটো।
বাষ্পীভূত হয়ে উবে যাও দূরে,
বাতাসের মতো নাই-বা মিশো আকাশে।
সেও এক অন্য অভিজ্ঞতা ছায়ানটে।
কালো গোলাপের মতো করে,
খানিকটা অভাব মনে হয় হৃদয়ে।
তোমার অভাবটা থাকে সংগোপনে,
আমার অভাবটা থেকে যায় সূদুরে।
কে জানে হয়তো তোমার অভাব,
পোড়াবে আস্তাচলের শেষে?
গোধূলির সুর্দশের সাথে মিশে,
উড়াল দিবো নীলাভ অঞ্চলে।
অগণন পুষ্পসহিত প্রার্থনাতে
বিগলিত হাসি হেসেই প্রকৃতিতে,
আশ্চর্য দর্শন বহু আছে মৃদু ঘ্রানে।
পূর্ণিমার তিথিতে অস্ফুট লজ্জা,
ম্লান ক্ষীণ চন্দ্র ভাসে বাতাসে।
আত্মা ত্যাগের বিনিময়ে কীইবা থাকে,
এরূপ বহু দর্শন আছে মায়াবতীর কাছে।