পুলকিত আমি এই দ্বারে
জুনায়েদ খান প্রান্ত
------------------------
ঘড়ির কাটা ঘুরছে তাল মিলিয়ে,
তবুও কেন এই মূহুর্তে আমি আছি থমকে।
কারসন্ধানে গুরেফিরি পথে পথে,
নিলাম্বর মাঝে ক্ষুদ্র আশা নিয়ে৷
নয়ন জোড়া মোর হয়েছে দেখ চঞ্চল,
ক্রন্দনের সুর কেন ভাসে চোখের মণিতে।
কোন সে সমীকরণ আঁকড়ে ধরে
চিন্তায় মোর আবেগ তাড়িত করে।
কারে খুঁজি আমি অন্তর প্রাণে,
সমীকরণ আঁকি দিগন্তের কাছে।


সূদুর প্রান্তের কাছে দেখ,
সকরুণ সংগীত মুখরিত হয়ে বাজে৷
সুখেউৎসকের তালে জীবন নাচে,
নব পল্লবে সাথে যৌবন আসে৷
মর্মর ছন্দে অশ্রু-সরস মহানন্দে,
কার পরশে পুলকিত আমি এই দ্বারে।
গৃহে শূন্য আমি তুমি বিহনে,
চেষ্টা করি সমীকরণ মিলাতে তোমায় নিয়ে।