প্রকৃতির কাছে চাওয়া
জুনায়েদ খান প্রান্ত
--------------------
নিন্দু থেকে শিন্দু হতে চাই।
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই।
খুঁজে পেতে চাই প্রকৃতির অপরূপ সুন্দরজকে।
দেখতে চাই বৈচিত্র্যময় জগতটাকে।
সবুজের গালিচায় ভেসে বেড়াতে চাই,
ঐ দূর গগনতলে।
বিমুগ্ধ হতে চাই,
সন্ধ্যার শঙ্কচিল দেখে।
বিমুগ্ধ হতে চাই,
বেলকনিতে বসে সূর্য উদয় দেখে।
আবার চায়ের কাপে চুমুক দিয়ে,
খুঁজে পেতে চাই নিজেকে।
সমুদ্রের কাছে বসে শুনতে চাই,
দূর থেকে ছুটে আসা ঢেউয়ের গর্জন।
দেখতে চাই,
শূন্যতার মাঝে বিশালতাকে।
আকরে ধরতে চাই,
বাহু ডুরে।
দেখতে চাই,
সমুদ্রের বিশালতাকে।
দেখতে চাই,
শেষ বিকালের সূর্যআস্ত যাওয়া।
মুঠো বন্দি করতে চাই,
মৃদুতাকে,কলো ছায়াকে।
গায়ে মাখতে চাই,
সকালের মৃদু আলোতে।
স্নান  করতে চাই,
জোছনার আলোতে।
আবারও আমি হারিয়ে যেতে চাই,
প্রকৃতিরি মাঝে।