কুরবানির ঈদ
মোঃ রায়হান কাজী
________________


আকাশে বাতাসে গগন বিহারিতে,
ভাসছে যে দেখ বিসর্জনের সুর।
মুসলিম জাহানের মাঝে এসেছে ফিরে,
সবার প্রিয় কুরবানির ঈদ।


ভোগের জন্য কুরবানি নয় কাজটা যে মন্দ,
ত্যাগের নামি কুরবানি যার সাথে তার দ্বন্দ্ব।
অনাহারীকে দিতে হবে ভাগ নিয়ম-নীতি মেনে,
এর ব্যতিত কুরবানি হবেনা শত গরু-ছাগল মারলে।


রক্ত-মাংস কিছুই পৌছে না খোদাতায়ালার কাছে,
নিয়ত টায় যে আসল কথা তা মানে কয় জনে।
মূর্খরা সব ভুলে গেছে সামাজিক রীতিনীতি,
টাকার গরম দেখাচ্ছে তারা ভুলে আল্লার ভীতি।


পশুত্বটা যেন যায় মরে মানবের মন থেকে,
এ জন্যেই কুরবানি দিবে প্রতিপালকের তরে৷
কুরবানি মানে পশু হত্যা নয় মুসলিম উম্মাদের কাছে,
এতেও আছে কিছু দর্শন শিখার মানে।


কুরবানির ঈদে ধনী-গরিব বিভেদ ভুলে,
সবার প্রতি সদয় হয় চলো সাম্যের গীত গেয়ে।
আত্ম-বিসর্জন দিয়ে খোদার প্রেমে নিভৃত হয়ে,
খুশির আমেজ চলো বিলিয়ে দেয় মানবের তরে।