কুরবানির হাঁট
জুনায়েদ খান প্রান্ত
_______________
আবার এসেছে ফিরে,
কুরবানী মানবের তরে।
দিচ্ছে যে হাঁক-ডাক মাইক বাজিয়ে
রাস্তার মোড়েমোড়ে হাটবাজারে৷


যাচ্ছে যে মানুষ দলবেঁধে
কুরবানির হাঁটে গরু-ছাগল দেখতে।
করছে মূলামুলি ব্যাবসায়ীদের সাথে,
সে সাথে ভিড় জমাচ্ছে লোকজন পশুর পাশে।


কুরবানী মাহাত্ম্যকে দূরে ঠেলে,
গরু দেখে করছে অনুমান কয় কেজি হবে।
কিছু লোক ছুটাছুটি করে,
বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।


গরু-ছাগল দেখে সবকিছু ঠিক হলে,
তবেই বায়না করে বেপারীদের সাথে।
তারপর ধীরস্থির হয়ে পড়ে পশু নিয়ে,
হেরে গেলো না-কি জিতে গেল এসব ভেবে।


অবশেষে গরু-ছাগল সাথে নিয়ে,
হাসিমাখা মুখে সবাই একসাথে।
কুরবানির বির্সজন ভুলে গিয়ে,
আনন্দে মেতে ওঠে বাড়ির সকলে।