শীত এসেছে
মোঃ রায়হান কাজী
----------------------------
শীত এসেছে প্রকৃতির মাঝে,
ঠান্ডা বাতাসে কাঁপুনি ওঠে।
শীত এসেছে হিমেল হাওয়ায়
স্রোত সংগীত আনন্দ উল্লাসে।


শীত এসেছে সরিষা ফুলে,
মৌমাছির ভ্রমরগুলো মধু খোঁজে।
শীত এসেছে শিউলি তলায়,
শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ মেলায়।


শীত এসেছে রসের হাঁড়ি খেঁজুর গাছে,
ভাবতেই হৃদয় প্রাণে দোলা লাগে।
শীত এসেছে হিম-কুয়াশার সাদা চাদরে,
গরম কাপড়ে আবৃত করতে।


শীত এসেছে গুটি শুটি পায়ে স্তব্ধ হয়ে,
সকালবেলার রৌদ্রস্নানে হামাগুড়ি দিতে।
শীত এসেছে ঘাসের ডগায় শিশির বিন্দু হয়ে,
সাজলো আকাশ কুয়াশার চাদরের আবরণে।