শঙ্কিত হৃদয়
জুনায়েদ খান প্রান্ত
------------------------------
কাতর আঁখি জোড়া মেলে মৃদু হেসে,
স্বস্তির নিশ্বাস ফেলি সময়ের আলপথে।
প্রেমময়ী স্রোতের সাথে যাচ্ছে কেঁটে,
দিন অভিসারে হাঁটছি একাকী সংগোপনে।


নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ বাতায়নে,
জাগ্রতচিত্ত ফুটে ওঠে রবির কিরণে।
প্রেম অভিসারী দিচ্ছে হাঁক গগন দুয়ারে,
নিখিল ভুবনমোহিনী জমে আছে জলবিন্দু হয়ে।


হীরামুক্তামানিক্যের ঘনঘটা অন্ধকারে,
কুণ্ঠিত অন্তরবেদনা দীর্ঘশ্বাসে চিরন্তন।
সাধন নীতিতে রাজশক্তি বজ্রসুকঠিন,
তপ্ত দেহে লুপ্ত হচ্ছে শূন্য দিগন্তের কাছে।


শিশির বিন্দুর ধূসর প্রান্তে অন্বেষণ ভূমি,
একবিন্দু নয়নের জল শুভ্র সমুজ্জ্বল।
কালের পরিক্রমায় হচ্ছে হৃদয়ক্ষয়,
কারো দিকে ফিরে তাকানোর নেইতো সময়।


মালঞ্চের চঞ্চল নীলপরি দেয় যে হাতছানি,
অশ্রুভরা আনন্দে সাজায় নিকুঞ্জের কুন্দরাজি।
জীবনে যা আছে সঞ্চয় দিনান্তের ক্লান্ত বরষণে,
শঙ্কিত হৃদয়  অনিরূদ্ধ হয়ে বন্ধি পথপ্রান্তের মাঝে।