সন্দেহ
মোঃ রায়হান কাজী
-------------------
মনের বাহুডোরে আজ নব্যতার সাথে,
আমি নই সব্য তোমার পৃথিবীতে।
ভদ্র হয়েও অভদ্র আমি যখন সবার কাছে,
কথা বলি হাসিমুখে উজ্জীবিত ধরণীর তলে।
কথা যখন হবে তোমাতে আমাতে,
সব কুয়াশা কাটবে আশা করি অচিরে।
আধুনিক রীতিটাকেই মেনে মাঝে মাঝে,
কাপড়চোপড়ে বখাটে ভাবে লোকজনে।
কথা যখন বলি লোকসমাগমে,
সন্দেহ যায় চুকে সবার মন থেকে।


রক্ষা মেলেনা শেষে মিথ্যার কাছে,
জলাঞ্জলি দিতে হয় মান সম্মান রাস্তাঘাটে।
সব হিসাব নিকাশ কষে অত্মসম্মানের ভয়ে,
মাথা উঁচু করে, চুপ করে চলে আসি নীরে।
মনস্থির করি নির্জনে বস্তু অবস্তুর ভিড়ে,
ডাইরি পাতাখানা পড়ে থাকে এককোণে।
তবুও গল্প সাজায় তোমাকে নিয়ে,
রামধনুর সাতরঙা সাঁজে নতুন সূচকের মাঝে।
অদ্ভুত এই ধরনীর বুকে বিচিত্র দৃশ্যের সাথে,
প্রায়শই দেখা মিলে চেনা অচেনা প্রান্তের কাছে।