- তারুণ্য তুমি -
জুনায়েদ খান প্রান্ত
--------------------
তুমি তারুণ্য,
তোমাতেই স্বপ্ন দেখে দেশ।
তোমাতেই বিবর গোটা বাংলা।
তুমি সবকিছু ধ্বংস করতে পারো,
তুমি সবকিছু গড়তে পারো।
আবার ধ্বংসযোগ্যতে জল ঢালতে পারো।
তোমার গুনের নাইকো শেষ।
প্রতিদিন গাছে ফুল ফুটে,
আবার ঝরে পড়ে।
তুমি এগিয়ে যা-ও,
সবকিছু পিছনে পেলে।
তোমার সাহসীকতার সাথে
পিষ্ট হয় দুষ্টদের দল।
জীবনে আসে যতসব ঝড়,
তুমি তাকাও না এসবের দিকে ফিরে।
তুমি ছুট ঘূর্ণিঝড়ের সাথে,
বিস্ময় জাগানো শক্তি নিয়ে।
তুমি নির্বিক, তুমি মহিয়ান,
তুমি ভয় পাওনা কবু কিছুতে।
তোমার প্রতিবাদী কন্ঠসুরের সাথে,
ঝংকার ওঠে অনিষ্টকারী শয়তানের মনে।
ঝংকার ওঠে মানুষের বিবেকে।