তোমার হর্ষে
জুনায়েদ খান প্রান্ত
___________________
তুমি আছো বহুদূরে কথাবার্তার সঙ্গোপনে,
তবু কেন তোমার টানে আমার মনে ব্যকুলতা বাড়ে?
যখন চলছিল দেশব্যাপী আগ্রাসন আমাকে নিয়ে,
তুমি কেন আড়াল হলে আমার সবার কাছ থেকে?


এমনতো কথা ছিলোনা প্রিয় তবুও কেন?
কেন তুমি হাত বাড়িয়ে ডাকোনি আমায় এই চিত্রে?
যেখানে তোমার সন্ধানে বুক আমার নিঃশ্বাসিয়া ওঠে,
ভুবন নদীর তীরে ঘিরে তরুলতা বুনি একান্ত নির্জনে।


আমার হৃদয়ের উপবনে মাধুরী ফুটিয়াছে অনেক আগে,
তুমি তো আমারি তবে কেন ক্ষত বাড়াও পিঞ্জরে?
কে জানিত দূরে নেয় তুমি আমার মন থেকে,
মন্দ মধুর গন্ধ আসে হায় হৃদয় জোড়া সমীকরণ মেলানোর ক্ষেত্রে।


তোমার হর্ষে হাসি কেন ফুটিয়া ফুটে না?
মৃদু হেসে আদর করতে এসেও কেন এসোনা?
অভিমান জমে তোমাকে ঘিরে মন মাজারে,
কথা নাহি ফুরে সমুদ্রের চরণ বারণ চত্বরে এসে।


কাতর নয়ন মেলে চেয়ে থাকি তোমার মুখপ্রাণে,
লাজবাঁধ তবুও কেন টুটেও টুটে না?
সাহস যখন জাগ্রত হয় দেখি সাদ যেন মিটে না,
লাজময়ি হয়ে কথা কেন ফুটেও ফুটে না?


প্রেমময়ী বর্ষায় স্রোতসংগীতে লাজ ছুটেও ছুটে না?
কাছে যেতে চাই তবুও কেন পরিধি কমে না?