তুমি নারী
মোঃ রায়হান কাজী
-------------------
শুধু সৌন্দর্যের পূজারী নয় তুমি নারী,
বিদাতা গড়েছেন সৃষ্টি তুমি লজ্জাবতী।
উপমাসূত্রে বুনিয়া কাজল কলো নয়ন জোড়া,
অপলক দৃষ্টি দিয়ে মন হরণ করা নেশা।
বাসন্তীর শুভাগমন গায়ে মেখে পুষ্প উল্লাসে,
ভেতরেও বাহিরে কন্ঠকের ঘন্টা বেজে ওঠে।
ঠোঁটের নিচের তিলকখানী যেন মুগ্ধতার স্মারক,
সৌন্দর্য বর্ধক যেন রূপের নিটল চিত্রময়ী আভা।


লজ্জা দিয়ে সজ্জা হবে নূতন মহিমা দিয়ে,
মুক্ত আশা সিন্ধু হতে সঞ্চার হয় তোমার মুখ দেখে।
দুর্লভ কালো এলোমেলো চুল দেখে হাওয়ার সাথে,
হৃদয়ে লেগেছে দোলা পালের নিছক ছোঁয়ার তালে।
চরণ রাঙাতে তোমার রিনিঝিনি নূপুরের সাথে,
শব্দমহলে বাজে নতুন সুরের বীণা সক্রিয় হয়ে।
শিহরণ জেগেছে মনের অন্তরালে প্রদীপ্ত বাসনা,
কিছুটা মানষী হয়ে নারী বাকি অর্ধেক তুমিময় কল্পনা।