তুমি ঝড়ণা নও..
নও কোন রাতের তারা,
ফাগুন'ভালবাসায় কেন তব দিশেহারা..!!
আমি বলে উঠলাম-
"লাল টিপ কপালে উঠেছে ওই...
হেরীনু পত্রপল্লব ডাকছে ওই...
অধরা গগনে চাহি কেন তব দু'নয়ন...
করবে সে পলকে পলকে বন্দনা চরণ..।।"


এতো মায়াবী যে তাকে ছাড়া যায় না..
এতো দু:খ যে জীবনে দিয়ে বেড়ায় তাকে ঘৃণা করা যায় না..!!


"ভাল সব তোমার আড়ালে...শহর রাস্তায়...যান-যটের শহরে...
শহরের শেষ সীমানায় আজ তোমার বসবাস..."


তোমার চোখের আলোয় আমি হারাই আবার..
ঘৃণা করতে পারি না-ভালবাসতে পারি না...
কেমন যেন তুমি এক আবছায়া আয়না...।।