আমরা এখন সেই শহরেই আছি,
ইচ্ছে হলে দেখতে তোমায় আসি।
মগের দেশে কাবাডি খেলে
দিচ্ছি জীবন পারি,
মোরা সেই শহরেই আছি।
প্রয়োজনের শহর নামে অপ্রয়োজনের ভারে,
সুন্দর শহর ধ্বংস করে যাচ্ছি অন্য গাঁয়ে!
সেই শহর যে আমার মতো পরিস্কারে ভরা,
আগামীতেও ধ্বংস করে পারি দেবে তারা!


© mdrazib-19
১৯ আশ্বিন, ১৪২৬