যদি লাল কাঁচের  চুড়ি,
লালশাড়ি,
লালটিপ,
লাল লিপস্টিক,
পায়ে লাল আলতা ,
আর  খোলা চুলে,
কোন এক,
অবিশ্রান্ত বর্ষণের ক্ষণে,
তোমাকে যদি দেখে এই শহর।
তবে সকাল থেকে নাগাড়ে বৃষ্টির ধূসর
মিছিলে,
নাকাল হবে শহর।


কোলাহল ভেঙে , নগরীর বুকে
নেমে আসবে  নিস্তব্ধতা।
অযথাই  বাজানো সাইরেন, থেমে  যাবে।
জ্যামের নগরী হয়ে উঠবে স্বস্তির নিঃশ্বাস।
বর্ণিল রঙে গনেশ পূজো হবে ঘরে ঘরে,
নবান্নের অভিযানকে ঘিরে হবে রণক্ষেত্র।
আর পদ্ম শিবিরে তোমাকে ঘিরেই সৌজন্যতা।