মন যেখানে কারাগার সুখ সেখানে বন্দি
অনুরাগে দহন পোড়ন সেথায় করে সন্ধি


সুখ যেখানে অচিনপুরী, দুঃখ নিত্য সঙ্গী
তুষের অনল জ্বলে নিভে করে নানান ভঙ্গি


প্রেম যেখানে স্বার্থসিদ্ধ, নিত্যকালের দন্ড
কর্ম হাসিল হলে সে প্রেম, হয়ে যাবে পন্ড


বিবেক যেখানে অন্ধ, ন্যায় সেখানে নি:শ্ব
রসাতলে থাকবে সমাজ,না হয় পুরো বিশ্ব


দুষ্ঠ লোকের মিষ্টি কথা অল্প সময় ঠিকে
বিবেক ছাড়া মানুষ হলে যাবে তুমি বিকে


প্রাণ দিয়ে যারে খুজো তারে পাওয়া কষ্ট
সময়ের কাজ সময়ে না হলে হবে পথ ভ্রষ্ট


(সংক্ষেপিত)