নীল আকাশের মতো সে,
আমি মুগ্ধ হয়ে দেখি তারে
সুখ পাখির মতো সে,
আমি  স্বপনে খুঁজি তারে
ইন্দ্রপুরের অপ্সরী  সে,মনকুটিরের রাণী।


মনোবিক নীলোৎপল, সে
অপরাজিতার মতো লাজ্জাবতী,
সকালের অগ্নিপ্রভা
সে আমার , বাগানে ফোটা মন্জরি,রক্তজবা।


সে আমার মধুসুখ , বসন্তকালের কচি পাতার মতো,
রত্নবতীর বিভার মতো
যৌবনের অনুরাগ।


সে আমার  আঁখি পল্লবের,
বন্যা সুখের বাসন্তী,
মনোহারিণী, প্রিয় দর্শিনী।


সে চঞ্চলা।  শিমুল তুলোর মতো,
হিরণ কিংবা শরৎ এর কাশফুলের মতো,
সন্ধ্যার নিশি বা ভোরের কুয়াশা মতো।


সে আমার, নক্তবেলার
নরম পেয়ালার চুমুকের মতো।  
আমার প্রীতিলতা,মধুর জমিনীর সঙ্গীর মতো


সে আমার, আপন কুটিরবাসী মতো।
সুরের রাগিনী,রুপের নাগিনী
সে আমার হৃদয় কুটির রাণী।
(প্রিয় দর্শিনী)।