শঙ্কিত নয়নে দেখি তোমারে,
সদা দ্বিধা-সংশয়,
মনে লাগে ভয়।
চোখের আড়ালে,
কখনো হারালে,
শুকনো পাতায়,
আশ্রয়ের ছাতায়
রাখবে কি আমায়,
নতুন জামায়?
মরমী আওয়াজে,
বাজাবে রেওয়াজে,
হিন্দোল বেণু,
ফুলের রেণু,
সাজাবে মালা?
চরণ ঢালা।
পানি টলমল,
আঁখি ঝলমল।
পড়বে মনে?
নির্জন বনে।
সুখের পায়রা,
স্মৃতির দায়রা,
বুজবে আঁখি,
নাচবে পাখি,
মেলে ডানা,
হারাতে মানা।
মনের অধরে,
সুখের চাঁদরে,
ঝরাফুল তুলে ,
দুর্দিন ভূলে,
কথা রাশি রাশি,
কান্না আর হাসি,
জমে থাকা দুখ,
বাঁধ ভাঙ্গা সুখ,
স্মৃতি বাঁধা ঘর,
হয়ে যাযাবর।
যদি অকালে
খুব সকালে
পালিয়ে বেড়াই
থমকে দাঁড়াই,
অচিন  রূপে।