সূর্য আলোয় প্রকৃতি বাঁচে
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়,
পানি থেকে সৃষ্টি মেঘ  কেন?
বৃষ্টি হয়ে ঝরে যায়।


আকাশগঙ্গায় গ্রহানুপুঞ্জ
উজ্জল দেখা যায়,
কাল পুরুষে ভ্রুনতারা  কেন?
জন্মায় আর হারায় ।


পাহাড় থেকে ঝরনা ঝরে
নদী হয়ে বয়ে যায়,
ভূমি কেন?   উচু-নিচু;
সমতল আর কেল্লায়।


বাতাসের প্রবাহে জলে ডেউ তোলে
তীরে এসে মিশে যায়,
চাঁদের টানে জোয়ার-ভাটা  কেন?
বইছে নিরালায়।


মহাবিশ্বের রহস্যময় সৃষ্টি
কেন?   শূন্যে থেকে  হলো হায়।
শূন্য থেকে সৃষ্টি-ধ্বংস করতে পারে শুধু
সর্বশক্তিমান  বিধাতায়।