যদি কখনো খবর পাও
আমি মরে গেছি,
ভেবো না তোমায় ছেড়ে চলে গেছি
এ ধরার মাটিতে মিশে আছি।


প্রতিটা দীর্ঘ শ্বাসে
আছে মিশে আমার পদাচরন
প্রতিটি পদে পদে বুকে হয়েছে
বেজায় রক্ত ক্ষরণ।


তুমি কি জানো?
আমি অনেক কষ্টে আছি,
খুব করে মনে চায়
প্রাণ খুলে বাঁচি।


চেয়েছিলাম সাজাতে
এলোমেলো জীবন গোছাতে,
সাজাতে দিলো না কেহ
করেছে আমায় সকলে হেয়।


আজ ঘেন্না ধরেছে
নিজ জীবনের প্রতি,
তাইতো গুছিয়ে নিয়েছি
জীবন ছন্দের গীতি।