এই কলমের কালি কোন দিন  
শেষ হবে না  জানি!
বিশ্বে যতো গেনি গুনীর নাম,
এই কলম দিয়েই লেখা হলো
তাদের কতো দাম!
মন থেকে মনে হারিয়ে যাবে ক্ষনে,
যদি থাকে লিখা ডায়রির পাতায়
ভুলবে না আগামির মানব সন্তানেরা
এই কলমের কালির দাম কতো টা!
এই কলম ক্ষানি কতো টুকো দামি,
এই কলমের কালি  দিয়ে হয়রে লেখা
ভালো মন্দের ডন্ড!
কলমের কালি দামি বিশ্ব  ব্যপী,
পাঁচ  টাকার কলম দিয়ে লিখে
পাঁচ কোটির চেক!
জজ ব্যর্থ কলম ছারা
রায়
লিখীবে কী দিইয়া!
বলে গেনি লোকে, এই কলমের কালি
অনেক দামি!
গদ্য  পদ্য যতো কথা লিখা
এই কলমের কালি দিইয়া,
কলমের কালি যতো ক্ষানি দামি,
ততক্ষানি দামি নয় তো আমি!
এই কলমের কালি কোন দিন শেষ হবে না জানি!
বলিলো রনি ভেবে এই কলমের
কালির দাম কতো ক্ষানি?
বলিও তোমারা ভেবে তোমাদের
কাছে
এই কলমের কালির দাম কতো ক্ষানি?
অংকের সমস্যাগুলো সমাধান করা
হলো এই কলমের কালি দিইয়া!
বাংলার গদ্য  পদ্য লেখা হলো
এই কলমের কালি দিইয়া!
ইংরেজিতে  লেখা হলো  কতো কিছু
মুই নো জানি!
কতো শতো লোকের কথা লিখা হলো
এই কলমের কালি দিইয়া!
দামি কলমের কালি!
চেয়ে দেখো তুমি,
প্রোশাসন  চলে এই কলমের
কালির উপর ভর দিইয়া!
মানব জাতি কেনা বেচা করে জমি
কলমের কালির উপর বিশ্বাস  কইরা!
কতো ক্ষানি দামি কলমের কালি?
........................।