এযুগের কবিরা কী গেছে ভুলে?
কবিতার ধরণ,,,
নাকি পাল্টে ফেলেছে তারা কলমের দারা,,,
কবিতার মর্যদা!
এযুগের কবি গণ কী গেছে ভুলে?
অতিতের কবিতার চরণ,,!
নাকি চাপা দিতে চায় তারা,
দেশ বিদেশ আউল বাউল কে
নিয়ে লেখা সেই সব কবিতা?
প্রশ্ন করে হিয়ায়!
এযুগের কবিরা কেন লেখে সুধু
নারি পুরুষের প্রেম নীলার কথা?
তারা কী দেখে না নয়নে,
প্রকৃতির  মায়া জাল!
তারা কী ছন্দের সাথে তাল মিলিয়ে,,
লিখেতে পারে না,,,
মাঝি জেলে চাষি কামার কুমোরের কথা।।
নাকি যুগের সাথে পাল্টে ফেলেছে তারা,,
কবিতার ধরন,,!
তোমাদের লেখে রেখে যাওয়া,,
এই সব কবিতা থেকে কী শিখবে
ভবিষ্যৎ এর মানব সভতা?
তারা কী শিখবে সুধু,,
প্রেমে সফলতা আর ব্যর্থতার গল্প।
ওগো এযুগের কবিগণ,,
লেখে রেখে যাও তুমি,,
ছন্দের তালে কবিতার সুরু,,
মানবের হাসি খুশি দুঃখ কষ্টের কিছু কথা।
থাকুক না তোমার কবিতায় হালকা
ভালোবাসার ছোয়া,,।
তুমি লেখো তাদের জন্য গ্রাম শহরের কিছু কথা।
যারা পাঠ করে তোমার কবিতা।
নদীর কথা লেখো নাকো তুমি,,,!
আছে কতো কিছু লেখার ছন্দের তালে,
তাহলে কেনো তোমার লেখো সুধু,,
নারী পুরুষের  প্রেম নীলার কথা।
তোমরা কী পাল্টে ফেলতে চাও সেই
সব কবিতা,,
যে গুলো পাঠ করে পাঠক পেতো শান্তি,,
সাহস পেতো লাখো জনতা শ্রবণ করে
সেই সব কবিতা।
দোহায় লাগি এযুগের কবিদের
পাল্টে ফেলো না কবিতার ধরণ।।।
তোমাদের লেখা কবিতা পড়ে,,,
নারী পুরুষের  প্রেম ছারা কিছুই চিনবে না,,,।।।