কর্ম   কর্ম বলো সকলে,
কর্মেই মানব হয় মহিয়ান।
যতো ছিলো মানব,
রাজা বাদশা ফকির কর্ম করে গেছেন তারা।
একশো বছর  বেচে থাকিতে,
একশো বছর বয়স লাগে নারে।
বলে গেছে কতো গেনি লোকে,
কর্মেই পরিচয় কর্মেই বেঁচে থাকা।
কর্মের মাঝেই খুঁজে  যায় পাওয়া,
মানুষের  চরিত্র আর নাম।
কর্মেই মাধ্যমে বের করা হয়,
ভালো মন্দের  মান।
ছোট আর বড় নেই,
সব কর্মকেই করো সম্মান।
সতত কর্মের মাঝে থাকো,
হবে তুমি সু-মহান।
বলো বলো তোমরা আমায়,
কর্ম  ছারা খাতি হইয়াছে  কার ভবে।
নাম ছরাতে নামের দরকার  হয়নারে,
কর্মের দরকার হয়।
কর্মেই পরিচয়,
আল্লাহ  দিবে ঠিক রিজিক,
তবে কর্মের মাধ্যমে  আয় করে হবে নিতে।
মনে রেখো ভবে কর্ম  ছারা কিছুই হয়নারে,
বড় হতে হলে বয়স লাগে না লাগে সত কর্ম।
তুমি ছোট হলেও লোকে করবে সম্মান,
কর্ম হলে বড়।
বলো সকলে কর্মেই বহন করে  মানুষের  পরিচয়।
নামে যায় না মানুষ  চেনা, কর্মে যায় চেনা,
কর্মেই পরিচয়।