আমি তো চলে যাবো,মায়ার বাধঁন কেটে।
মাতা পিতা পরিবার  পরিজন  ছেড়ে,
টাকার মায়া জাল কেটে,রঙিন  কাপড়  ত্যাগ
করে।,
পৃথিবীর  মায়া কেটে চলে যাবো!
অন্ধকার  ঐ ঘরে।
আপন পর সব ছেরে নিজ দেহ খান ফেলে,
বাড়ি গাড়ি নারী নিজের সব ছেরে!
😭
আমি তো চলে যাবো,মায়ার  বাধন কেটে।
ফেলবে আখি জল,পড়া প্রতিবেশিদের
নয়ন করবেরে জলে ছলছল!
আপন জনের আখি জল করবেরে টলমল,
এক দু ফোঁটা  কপল গড়িয়া পরবেরে মাটি ময়।
আসিবে কেহো ছুটে, আমার দেহ খানি!
স্বচক্ষে দেখিতে,
আমি তো চলে যাবো না ফেরার দেশে!
ডাকিলে পিছোন থেকে,মায়ার রশি কাটিবার পরে।
সারা দিবো না কাহারো ডাকে!
আমিতো চলে যাবো,মায়ার বাধঁন কেটে,
না ফেরার দেশে।
😭
বিশ্ব বাসি আমায় রাখিবে না স্মরণে,
তেমন কিছু করিতে পারি নাই জীবনে।
কিছু দিন হয়তো জায়গা পাবো চলে যাওয়ার
পর,তাদের হিয়ার ঘরে।
ভুলে যাবে তোমরা আমায়, আমি  চলে যাওয়ার
কিছু দিন পরে।
আমি তো চলে যাবো, মায়ার বাধঁন  কেটে,
না ফেরার দেশে।
সম্পর্কের মায়া জাল কেটে,মায়া জাল এর রশি
কাটিবার পরে আসিবো না আর ডাকিলেও ফিরে।
নিজ দেহ  খান  ফেলিয়া চলে যাবো।
অন্ধকার  ঐ  ঘরে।
আমি তো চলে যাবো  মায়ার বাধঁন কেটে,
না ফেরার ঐদেশে।।।