ওহে তুমি পাগল বলো কাহাকে?
পাগল তো সকলেই এই ভুবনে!
কেহো টাকার কেহো গাড়ি কেহো বা বাড়ি আবার কেহো নাড়ির।
ওহে বাংঙ্গালি.পাগল  সর্বজনে
বিশ্ব  বাপি।
কেহো ভালোবাসার তো কেহো সম্মানের পাগল,
কতো লোকে দেখো পিছন ফিরে!
কেহো পরোকালের পাগল কেহো দুনিয়ার পাগল!
ওহে তুমি পাগল বলো কাহাকে?
চেয়ে দেখো পিছে( নবী হযরত মুহাম্মদ(সা:),)
হতে যতোছিলো গেণি গুনি লোক সমাজে
পাগল বলছে তাদের আগে!
ওহে তুমি পাগল বলো কাহাকে?
আমি তুমি সবাই পাগল পৃথিবীতে!
আজ তুমি পাগল বলছো কাহাকে?
(আল্লাহ  নিজে পাগল  নবী মুহাম্মদ  এর জন্য)
বলিলাম কাতর সুরে পাগল ছারা কী বিশ্ব  চলে?
ওহে তুমি  পাগল বলো কাহাকে?
মানব পাগল নিজের কাজে,
সময় পাগল তার নিজের নিয়মে চলতে থাকে,
আপদ বিপদ মানে না নিজের গতি থামায় না!
কতো পাগলের কতো বানি হয়ে আছে ইতিহাস,
ইতিহাসের এক এক টা পাতা সাজানো আছে  
পাগলের মুখের  বলি দিয়ে!
তুমি পাগল বলো কাহাকে?
ওহে বাংঙ্গালি পাগল বলো কাহাকে?
চেয়ে দেখি বার বার চারিদিকে  সুধু
পাগলের হা হা কার!
গাহি পাগলের গুন গান আমার নয়নে
সব পাগলি মহান!