যদি সত্য কথা বলতে নাহি পারো লোক সমাজে,
যদি  ন্যায় অন্যায়ের ভেদাভেদ নাহি বুঝে।
যদি ভালো মন্দের প্রার্থক্য নাহি বুঝো,,,
ও যদি মরণ ভয়ে মুখ লুকিয়ে থাকো ঘরের কোনে।


তবে উচ্ছো শিক্ষায় শিক্ষিত  হয়ে লাভ কী বলো?

যদি শিক্ষিত হয়ে, মা বাবাকে রাখো বৃদ্ধাশ্রমে,,
যদি শিক্ষিত হয়,বড়দের সম্মান না করতে জানো।
যদি শিক্ষিত হয়ে,সমাজটাকে সুন্দর  করতে নাহি পারো,
ও যদি শিক্ষিত হয়ে,মানুষকে মানুষ নাহি ভাবো।


তবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ কী বলো?


যদি টাকার জোরে কলমটাকে উল্টো ধরো,
যদি নেতার ভয়ে সত্য প্রকাশ নাহি করো।
যদি অহংকার করো বেশি শিক্ষিত বলে,
ও যদি গরিবের হক নষ্ট করো কলমের জোরে।


তবে  শিক্ষিত হয়ে চুরি করে লাভ কী বলো?


যদি  শিক্ষার আলো নাহি ছরাও  সমাজেতে,
যদি দেশটারে বানাতে চাও মূর্খদের আতর ঘর।
যদি বিদ্যালয়কে বানাও বকাটেদর আড্ডা খানা,
ও যদি জীবন বাঁচাতে  থাকো চুপ করে ঘরের কোনে।


তবে সুশিক্ষার বহিঃ প্রকাশ এটাই নাকি বলো?


যদি শিক্ষিত হয়ে, ধর্মীয় কাজ নাহি করো,
যদি শিক্ষিত হয়ে,দেহটা পতিতালয়ে দাও বিলীয়ে।
যদি শিক্ষিত হয়ে,অন্যায় কাজ করো,সন্ত্রাস  হয়ে যাও,
ও যদি শিক্ষিত হয়ে, দেশের উন্নীতি নাহি করো।

তবে সেই শিক্ষার  দাম কী বলো???

এর থেকে অশিক্ষিত  থাকাই ভালো,
অযথা শিক্ষার  পিছে সময় নষ্ট না করাই ভালো।
কুশিক্ষায় শিক্ষিত হওয়ার চায়তে মূর্খ  হয়ে
মরাই ভালো,
যে শিক্ষায়  ভুলকে ভুল না বলতে পারে।
যে শিক্ষায়  গুরুজনকে মানিয়া নাহি চলে,
আবল তাবল গালি ছুরে রাগে অরাগে।
সেই শিক্ষায়  শিক্ষিত না হয়ে মূর্খ  থাকাই ভালো,
,,,,,,,,,,,,,,,,,,,,।