শিক্ষক
(কবি,অজানা রহস্য)
ভুলিতে চেয়েও আমি পারি কো
নাই ভুলিতে,
বহু বছর পর হইলো দেখা পথো মাঝে
বিদ্যা যাহার কাছে শিখা,
মস্ত  আমার গেলো হয়িয়া নিচু এরাই তো
বারিয়েছে আমার বিদ্যা বল,
যানিতাম না আমরা পড়ার  নিয়ম
লিখার ধরন,
শিখাইয়াছে যেনি সম্মানিও শিক্ষাক তিনি  
তারি হাত ধরে যাইতেআছি গন্তবে,
মাতা পিতা আনিলো ভবে
মানুষ  করিলো
শিক্ষকগনে,
হইয়া পথের দিশারক আলোর  দিক
দেখায় তারা,
বাঁচতে শিক্ষায় নতুন ভাবে সম্মানের সাথে
নিজে সব দিয়া,
মাতা পিতার পরে বলো সর্বলোকে  
শিক্ষকগনী থাকে,,,,