আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার আলো বাতাশ আমার গায়ে মাখি,
যে বাংলার সোনালি ধানসিড়িতে আমার স্নিগ্ধ আখি তুলি ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার ফল-মূল খেয়ে আমার জঠর জ্বালা নিবাই,
যে বাংলার নদীতে সাতার কেটে আমার পরাণ জুড়াই ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার পথ প্রান্তরে আমার পদচিহ্ন রেখে যাই,
যে বাংলার মমতাময়ী মায়ের আচলে পৃথিবীতে স্বর্গ সুখ পাই ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার অপরূপ রূপ আমায় নিত্য আনন্দে মাতায়,
যে বাংলা তার হাজার বছরের ইতিহাস আমাকে পাঠ করায় ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার নুরুলদীন আমাকে দীর্ঘ নিন্দ্রা থেকে জাগায়,
যে বাংলার নজরুল আমাকে সাম্যের গান শুনায় ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার বসন্তে কৃষ্ণচূড়া ফুল আমাকে রাঙায় ,
যে বাংলার সালাম রফিক বরকতেরা আমার কণ্ঠে বাংলা গান ধরায় ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার শেখ মুজিব আমাকে শোষকের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানায়
যে বাংলার সুকান্ত আমাকে আটারো বছর বয়সের বানায় ।
আমি এমন বাংলায় জন্মেছি -
যে বাংলার আহসান হাবীব আমাকে "সেই অস্ত্র" ধরায়,
যে বাংলার আমি আমাকে মানায়।