চল্ চল্ চল্
        চল রে সবাই চল,
অসময়ে নয় ক খেলা
              বিদ্যালয়ে চল।।


ঘুম থেকে উঠো ভোরে
           পরিপাটি হও নাস্তা সেরে।
ব্যায়াম কর খেলার ছলে
          বিদ্যালয়ের সময় হলে,
ত্যাগ কর সকল
           ওরে নব নবীনের দল।।


পাঠে নাহি কর হেলা
         বইয়ে আছে জ্ঞানের খেলা।
শিক্ষক আর গুরুজন
             যাহা বলে কর শ্রুবণ।
উপেক্ষা কভূ কর না তাদের
                     যখন হবে সবল।।


বিশ্ব তুমি করিবে জয়
           রাখ মনে দৃঢ় প্রত্যয়।
আকড়ে ধর সত্যকে
           উপড়ে ফেল মিথ্যেকে।
বিশ্ব তোমায় ডাকিছে দেখো
                      ওরে নবীন দল।।