এক যে ছিল রিকশাচালক
গল্পে বহুদুর
আয়ের চেয়ে অধিক ব্যয়ী
নামে গাঞ্জাখোর।


নিশিরাতে ফিরে বাড়ি
বউরে দেয় বকা
নেশার তালে মাতাল থাকে
খায় তারে উইপোকা।


এক ছেলে এক মেয়ে তার
পড়ালেখায় বেশ পটু
গাঁয়ের লোকে হিংসে করত
দ্যাখো মটুর কেমন পটু।


বিবির কথা কি আর বলি
রূপে গুণে দেবী
সাধ্য মত সবার সেবা করে
হইছে মানব সেবী।


গাঞ্জাখোরের গাঞ্জার গল্প
বলতে আসলাম ফের,
চোখগুলো তার ভীষণ বড়
দাতে অনেক হের।


কথায় কাজে নেই তার মিল
করে ধান্ধাবাজি,
নেশায় হাসে নেশায় কাঁদে
ধরে চালে চালে বাজি।


গাঞ্জা খেয়ে  মাতাল হয়ে
স্বপ্ন দেখে রাত
আমেরিকায় পাড়ি জমায়
ঘরে নেই ভাত।