জীবন তোর বদলে যাবে মরার আগে মর
জেনে যাবি কে বা আপন কে বা তোর পর।

হেলায় হেলায় জীবন তরী ভিড়াইলি কোন তীরে
রঙ তামাশার এই বন্ধন যাবে একদিন ছিড়ে
হায়রে যাবে একদিন ছিড়ে
সময় থাকতে বদলে যাও, রাখ পরকালের ডর।।


আদরের ছেলে-মেয়ে জায়া পরিজন
কেউ নয় তরই আপন আসিলে সেই ক্ষণ
হায়রে আসিলে সেই ক্ষণ
সময় থাকতে বদলে যাও, পাইতে খোদার বর।।