মন বাগানে ফুটিল,
             একখানা মৌচাক,
কোনো ভ্রমর না আসিলো,
               দিলো নারে ডাক।
কোথায় গেলে পাবো তারে,
                  বলনা মোর সই,
কাটে না যে একটি প্রহর,  
                  ভ্রমর রইল কই।
ভোর হলে পাখিরা সবে,
                   আমাকে জানায়,
মনের কথা কইরা বন্দী,  
            বাধবো তাদের পায়,
তারা পৌছাবে সেথায়।


পুকুর ঘাটে বইসা আমি,
                  ভাবি নিরালায়,
এবার ভ্রমর না আসিলে,
                 দ্যা   দেব গলায়।