ভোঁরের স্নিগ্ধতায়
কনকনে হাওয়ায়
বসে আছি বারান্দায়
তাঁর অপেক্ষায় ।


যখন হেঁসে উদয় হলো সে
মনের স্বর্গে
আনন্দের জোয়ার যেন ভাসছে ।
পাখিরা এপাশ ওপাশ
ছুটাছুটি করছে ,
সহস্র প্রজাপতিরা কর্মস্থলে ছড়িয়ে পড়ছে
মা বসে আছে
চা হাতে নিয়ে,
খোঁকা ? আসছি মা ।


ওগো তুমি কে ?
প্রতিদিন আমার জন্য
এতো অপেক্ষা  ।
আমি ?
আমি তোমার এক
হতভাগ্য প্রেমিক
ক্ষমাকর আমায়
যার দুঃখভরা জীবনখানি
কি আর বলি ?


আত্নস্বার্থে বিভোর ছিলাম
তাইতো এতো অসুখি ।
সুখের পিছনে ছুঁটতে ছুঁটতে
কত করেছি অমানুষি ,
কভূ নিজের স্বার্থ ছাড়া
দ্বিতীয়ত কিছু ভাবি নি ।


তুমিতো সারাদিন
ধরণীকে গতিশীল ও
উদ্ভাসিত করাতে ব্যস্ত থাকো ।
আপনস্বার্থ বলি দিয়ে
পরের তরে উজার হও ।


আমি প্রশ্ন রাখলে ?
জানি , তুমি বলবে আমায়
পরের হাসি, পরের ভালবাসা উষ্ণতাই তোমার লাভ ।
তাইতো বলি , ধন্য তোমার কূল
হে প্রিয় বন্ধু আমার ।