স্বাধীনতা তুমি কত দূরে ?
মায়ের দু'চোখ ভেয়ে যেন
অশ্রগঙ্গা ভাসে ।
কি হল আজ ?
সাগরের ঢেউ যেন স্থব্দ
সূর্য আজ মেঘের আড়ালে ঢাকা
ফুলের পাঁপড়িতে নেই শুভাস
নদীর পানি শুকিয়ে ফাটল ধরছে
পাখির কন্ঠে যেন আজ বেসুরা গান
চারিদিকে শুধু হাহাকার আর মৃত্যুর ভয় ।


হে মঙ্গলময়, এ দূর্ভাগা দেশ  হতে
দূর করে দাও সর্ব তুচ্ছ ভয়
লোক ভয়, রাজভয়,মৃত্যুর ভয় ।


আজ মনে হয় আসলো সেদিন ,
রইব না দূর্বল
আর সইব না নিত্য অবনতি
সইব না আত্ন অবমান
আর করব না দাসত্বের স্বীকার
নতশীরে ।
আজ গর্জনে গর্জনে চূর্ণ করব সবই
মিলে একসাথে
আজ অকুতোভয়ে আনব ছিনিয়ে
বাংলার মহান বিজয় ।