কে শুনায় মুক্তির ছড়া ?
কে শুনায় বিজয়ের গান ?
কে জ্বালায় অগ্নিশিখা ?
নাশ করতে শত্রুর প্রাণ ।
কে ধরায় হাতে অস্র ?
স্বৈরাচারীর বিরুদ্ধে করতে সংগ্রাম ।
কে শুনায় অমর বাণী ?
"উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই ।
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই ।"
কে যোগায় সাহস বাঙালির প্রাণে ?
ছিনিয়ে আনতে বাংলার মহান বিজয় ।