প্রিয় মোর,শুনছো ?
ছন্দবদ্ধে শুকনো পাতার খসখস ধ্বনি,
হরিষে-বরিষে,রঙে-বেরঙে,এলিয়ে-দুলিয়ে,
বাজায়ে ঢুল মনস্বর্গে ,
যা হিয়ার অনামিক অনুভূতি ।
লুকায়ে রবি, পুহায়ে যামিনী
কওনা কথা জনান্তিকে মোর সনে ,
আজ অচৈতন্য কেন আছো বুঝি ?
তোমার সঙ্গ পিরিতি আমার জনম-জন্মান্তরি
সাক্ষী আছে চন্দ্র-রবি আর সাক্ষী অন্তরজামি ।