একুশ তুমি কি দেখেছো চারিদিকে ?
তোমার আগমনে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল ।
সেজেছে নতুন সাজে শহীদ মিনার,পাখির কণ্ঠে ধরেছে মধুর সুরে মিষ্টি গান ।
একুশ তুমি কাঁদছ ?
সেই ভাষা শহিদের জন্য,
যারা বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে দেয়নি,
দিয়েছিল বুকের তাজা রক্ত , রঞ্জিত করেছিল রাজপথ ।
না না আমি কাঁদছি না ,
আমি কাঁদব কেন ?
আমি তো গর্বিত শুধু ওদেরি জন্য
বিশ্বের সর্বউচ্চ মর্যদার আসনে অধিষ্টিত হয়েছি ।
আমি তো ওদের কাছে ঋণি,
আমি ভাবি,ওদের যদি জন্ম না হত
এই বাংলায় ,
তবে কি আমি ঠাই পেতাম বিশ্ব দরবারে ?
তবে কি পারতাম মাথা উচু করে দাড়াতে বিশ্বের কাছে ?
তবে কি পারতাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখাতে ?
হয় তো বা কেউ চিনতো না এই একুশ নামের ছোট্রো দেশটিকে ।