এক যে ছিল মাটির কন্যা
আকাশের হুর পরী,
স্বপ্নে আসে স্বপ্নেতে যায়
নেইকো তাহার জুড়ি ।
চুপি চুপি তিমীর রাতে
আসে আমার ঘরে ,
তাহার রূপের রওশনীতে
চাঁদকে মানায় হার রে ।
শ্যাঁমল বরণ রূপ যে তাহার
জ্বালায় আগুন বুকে আমার ।
হাত বাড়িয়ে ধরতে গেলেই
আকাশে যায় উড়ি ।
প্রতি রাতে আসে সে
শুনাতে আমায় গান,
তাইতো খাবে মগ্ন থাকি
জুড়ায় আমার প্রাণ ।
রঙিন খাবের পরী আমার
মনটা নিল কাড়ি ,
তাহার প্রেমে মন মজাইয়া
দিলাম আকাশ পাড়ি ।