শুইয়া শুইয়া কাঁদি আমি ঐ না অন্ধকার কবর
আল্লাহ দাও আমায় সবর,
কেউ তো নেয় না হায়রে আমার ঘরের খবর।।


কইতে নারি সইতে নারি আলোহীন ঘর
চতুরদিকে মাটি টাঁসা উপরে বাঁশের খড়।
কেমনে রাখিয়া গেলো ,করিয়া আমায় পর।।


হাত নড়ে না পা নড়ে না নড়ে না তো কিছু
চেটে পুটে খাচ্ছে দেহ আমার সাপ আর বিচ্ছু।
সম্বলহীনা পাড়ি দিলাম,নাই কপালে সুখের বর।।